শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

টেপিরবাড়ি মোফাজ্জল হোসেন মায়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি মোফাজ্জল হোসেন মায়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকেলে ওই তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

Islami Bank

আরও পড়ুন>>>বিশ্বকাপের দল নিয়ে তাড়াহুড়ো নয়: নান্নু

তেলিহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ এর সভাপতিত্বে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও টেপিরবাড়ি হাজী আঃ ওয়াহাব দাখিল মাদ্রাসার সভাপতি মোফাজ্জল হোসেন মায়ার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড.মোঃ জামিল হাসান দুর্জয়।

খেলা উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, প্রধান আলোচক শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখ, বিশেষ অতিথি শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খোকন। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আব্দুল জব্বার জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি,খেলা দেখতে অনেক মানুষ ভীড় জমিয়েছেন।

one pherma

এ বিষয়ে মোফাজ্জল হোসেন মায়া জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি।

আরও পড়ুন>>>মাওয়া-ভাঙ্গা অংশে যাত্রীবাহী ট্রেন চলবে জুনে

পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো। ফুটবল টুর্নামেন্টে জহিরুল একাদশ ৪-০ গোলে জাহাঙ্গীর একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি এলইডি টিভি।

ইবাংলা/ আই এইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us