ফ্রান্সে গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই নগরীতে একটি গাড়িতে বন্দুক হামলা চালিয়েছে দুর্বত্তরা। এতে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

Islami Bank

পুলিশ জানায়, নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা করা হয়। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে কেউ ধরা পড়েনি। খবর বিবিসির।

মাদক ব্যবসার সঙ্গে এই হামলার যোগসূত্র আছে বলে মনে করছে পুলিশ। এ নিয়ে এ বছর মার্সেই নগরীতে মাদক-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন>> প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কাল দেশব্যাপী আ.লীগের বিক্ষোভ

one pherma

সর্বশেষ এই ঘটনাটি ঘটল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরীর আবাসিক এলাকায়। তাদের সবার বয়স ছিল ২০ এর কোঠায়। নাইটক্লাব থেকে বেরোনোর পরপরই তাদের ওপর গুলি চালানো হয়।

তদন্তকারীরা ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছেন, গাড়িতে থাকা ৫ জনকেই পুলিশ চেনে। তারা এমন একটি হাউজিং এস্টেটে বাস করে যেখানে মাদক অপরাধ হয়ে থাকে বেশি।

হামলায় জড়িতদের খুঁজে বের করতে এবং হামলার ঘটনার নেপথ্যে থাকা মাদক চোরাকারবারি চক্রকে ধ্বংস করতে মাঠে নেমেছে পুরো পুলিশ বাহিনী।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us