সৌদি পৌঁছেছেন ৬৯৬৭ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

Islami Bank

মঙ্গলবার রাত ৩টার দিকে বিভিন্ন সূত্রের বরাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এখন পর্যন্ত যেসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৪৭৮ জন।

আরও পড়ুন>> গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

one pherma

এর আগে, গত ২১ মে চলতি বছরে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us