হঠাৎ বউ সাজলেন অপু বিশ্বাস, সোশ্যাল মিডিয়া তোলপাড়

ফের পর্দায় নিয়মিত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুটে অংশ নিচ্ছেন। সম্প্রতি বউয়ের সাজে ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি। বউয়ের সাজে অপু বিশ্বাসের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে।

Islami Bank

গৌতম সাহার কোরিওগ্রাফিতে বুধবার নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে ফটোশুট করেছেন তিনি। এতে ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। ভিডিও ধারণ করেছেন রাব্বি।

আরও পড়ুন>> পেঁয়াজ নিয়ে অস্থিরতার মধ্যেই ঊর্ধ্বমুখী চালের বাজার

one pherma

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিলাম। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

এদিকে, বউয়ের সাজে অপু বিশ্বাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছেন তার ভক্তসহ অগণিত নেটগরিক। অনেকেই অপুর রূপ ও সাজের প্রশংসা করছেন। কেউ কেউ তো ধারণা করছেন- আবার হয়তো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us