ইউক্রেনের সম্প্রতি ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগে ইউক্রেনের একটি হাসপাতালে হামলা চালায় রাশিয়া। এবার রাজধানী কিয়েভে বিমান হামলা চালায় রাশিয়া। ঔ অঞ্চলে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
সোমবার (২৯ মে) যে হামলা চালানো হয়েছে তাতে কিয়েভের বেশ কিছু জায়গায় বিষ্ফোরণে ঘটনা ঘটে। সেখানে চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। এর আগের দিনও শহরটিতে হামলা চালিয়েছে রাশিয়া।
আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, কিয়েভের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে।
আরও পড়ুন>> মসলার বাজারের লাগাম টানতে অভিযানে ভোক্তা অধিদপ্তর
তিনি বলেন, কিয়েভের ঐতিহাসিক পাড়া পোডিলসহ শহরের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেখানে ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মেয়র ও শহরের সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতভর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের রাজধানীতে হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগের দিনের হামলায় একজন নিহত হয়। আহত হয় অনেকে।
কর্মকর্তারা জানিয়েছেন, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রোববার ভোরে রাজধানী ও এর আশেপাশে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়। তবুও বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক ভবন ও বেসামরিক স্থাপনা।
সূত্র: আল-জাজিরা
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.