বাজেট অবাস্তব, এভাবে মূল্যস্ফীতি রোধ করা সম্ভব নয়: সিপিডি

গতকাল বৃহস্পতিবার (১ জুন) ঘোষণা করা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট। তবে দেশের ইতিহাসে সব থেকে বড় অঙ্কের এই বাজেটকে বাজেটকে উচ্চাভিলাষী ও অবাস্তব বলে অভিহিত করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

Islami Bank

বৃহস্পতিবার (১ জুন) বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন>> সৌদি পৌঁছেছেন আরও ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বাজেটে যেসব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে তা দিয়ে মূল্যস্ফীতি রোধ ও মূল্যবৃদ্ধি রোধ করা অসম্ভব। কিন্তু ৩৮টি সেবা পাওয়ার জন্য যাদের আয় করযোগ্য আয়ের নিচে নেমে আসে তাদের ওপর ন্যূনতম ২ হাজার টাকা ধার্য করাটা অযৌক্তিক।

one pherma

তিনি আরও বলেন, আমরা যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি করি তা থেকে শুল্ক অব্যাহতি দেওয়ার জন্য বাজেটে পর্যাপ্ত উদ্যোগ নেই।

তবে ২০২৩-২৪ অর্থবছরের জন্য পৃথক করদাতাদের জন্য বিদ্যমান ৩ লাখ টাকা থেকে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাবের প্রশংসা করেছে সংস্থাটি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us