গুচ্ছ ভর্তি: ‘এ’ ইউনিটের পরীক্ষা শনিবার

২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হয়ে পরীক্ষা চলবে ১টা পর্যন্ত।

‘এ’ ইউনিটে মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। ফলে আসন প্রতি লড়বে ১৭ জন ভর্তিচ্ছু।

আরও পড়ুন>>পরীমণির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন রাজ

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন মোট ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। আসন বিন্যাস করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্র ছাড়া আটটি উপকেন্দ্রে। এগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাংলা কলেজ ও গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।

মোট ১০০ নম্বরের নৈবত্তিক পরীক্ষায় প্রতি প্রশ্নের সঠিক উত্তরে নম্বর থাকবে ১। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে দশমিক ২৫ নম্বর।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us