তালতলীতে যুবলীগ নেতাকে দুর্নীতির বরপুত্র উপাদি

নাম তার মারুফ রায়হান তপু,বহাল তবিয়তে আছেন বরগুনার তালতলী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসেবে। অভিযোগ রয়েছে দলের পদ-পদবী ব্যবহার করে তিনি একের পর এক সরকারি জমি দখল করে দখলী

বরগুনা প্রতিনিধি:নাম তার মারুফ রায়হান তপু,বহাল তবিয়তে আছেন বরগুনার তালতলী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসেবে। অভিযোগ রয়েছে দলের পদ-পদবী ব্যবহার করে তিনি একের পর এক সরকারি জমি দখল করে দখলী

বানিজ্য করছেন। স্থানীয় মানুষরা তাকে দূর্নীতির বরপত্র হিসেবে উপাতি দিয়েছেন। তিনি আওয়ামী লীগের পাঁচটি দলীয় পদে রয়েছে অর্ন্তভূক্ত। এই তপু এমন কি উপজেলার ৬ নম্বর নিশান বাড়িয়া ইউনিয়নের তিনি দলীয় মনোনয়ন

আরও পড়ুন>>শ্রীলঙ্কাকে ধরাশায়ী করলো আফগানিস্তান

চেয়ে ব্যার্থ হয়েছেন।অপরদিকে ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নম্বর সদস্য, ৫ নম্বর বড়বগী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ শে জুলাই ২০১৯ ইং তারিখে তালতলী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন করা হয়। এতে মারুফ রায়হান তপু আহবায়ক ও হাবিবুর রহমান কামালকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যের কমিটির অনুমোদন করেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এই তপু সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জমাদ্দার ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফুফাতো ভাই হওয়ায় তিনি আওয়ামী লীগের একাধিক

পদ থাকার পরেও যুবলীগের আহবায়ক হন। এ কারনে তারা আত্মীয় স্বজনের মধ্যেই পদ পদবি বন্টন করেন। তপু সরকার দলীয় আধীপাত্য বিস্তার করে

বিগত ১০ বছরে একক ভাবে এই উপজেলার ঠিকাদারী ব্যবসা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবসা ইচ্ছেমতো পরিচালনা করে রাতারাতি অবৈধ টাকার মালিক হয়েছেন।স্থানীয় আবুল বাশার জানান,

মারুফ রায়হান তপু একের পর এক তালতলী বন্দর বাজারে চার টি সরকারি জমি দখল করে ইমারত নির্মান করে ভাড়া চুক্তিতে দোকান ভাড়া নিচ্ছেন। নিজেও একটি দখলীয় জমিতে ডিলারি ব্যবসা পরিচালনা করেন।

আরও পড়ুন>>ডা. আফছারুল আমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জব্বার আলী জানান, মাছ বাজারের আড়ৎদার মজিবরের নিকট বাৎসরিক এক লক্ষ বিশ হাজার টাকা ভাড়া দিচ্ছে সরকারি জমি দখল করে। সদর রোড সোহরাপ ও সলেমান এর মাঝ খানে সিড়ি ও রাস্তা দখল করে ভাড়া দিচ্ছে বাৎসরিক।

হাইস্কুল রোডের মদিনা মসজিদের দক্ষিন পাশে সরকারি জমি দখল করে নিজেই ঠিকাদারি ব্যবসা করে আসছেন। হাইস্কুল রোডে আওয়ামী লীগের অফিসের পাশে বিশাল ঘড় তুলে ডিসট্রিভিশনের ব্যবসা পরিচালনা করছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত মারুফ রায়হান তপু সরকারি জমি দখল করেননি,তিনি সরকারি ডিসিয়ার নিয়েছেন বলে মুঠোফোনে জানিয়েছেন। এছাড়া তিনি আর কোন বিষয় বক্তব্য না দিতে রাজি হননি।এ বিষয়ে বরগুনা জেলা

আওয়ামী যুবলীগের সভাপতি রোজাউল কবির এ্যাটম বলেন,ইতিমধ্যে তালতলী ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করেছি। নানা কারনে কমিটি ঘোষণা হয়নি,এরপরে উপজেলা সম্মেলন

করে কমিটি অনুমোদন দেয়া হবে। তবে তার দলীয় পদের ক্ষমতার দাপট দেখিয়ে দখল বাজির বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। তবে কর্মগুনে ফল ভোগ করবেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us