ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভারতে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

গতকাল শুক্রবার রাতে ভয়াবহ এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন>>১৯০ কোটি রুপির বাড়ি কিনে আলোচনায় উর্বশী

এদিকে দুর্ঘটনার পর শঙ্কা করা হচ্ছিল হতাহতদের মধ্যে বাংলাদেশিরাও থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেঙ্গালুরু এক্সপ্রেসের পেছনের চারটি বগি প্রথমে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে যায়। ওই লাইন দিয়ে এসেই লাইনচ্যুত বগিকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। এতেই চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডলের সামনে পাঁচটি কামরা দুমড়েমুচড়ে যায়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us