অনলাইন ডেস্কঃ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। আগামী তিনবছরের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (০৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে যোগদানের তারিখ থেকে পরবর্তী (তিন) বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
আরও পড়ুন>> ঢাবির ভর্তি পরীক্ষা: বিজ্ঞান-চারুকলার ফল প্রকাশ সোমবার
টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লা খান বর্তমানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
নিয়োগ পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আজমত উল্লা খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মনোনীত করায়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানস কন্যা, মানবতার মা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক অনুষ্ঠানে আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন।
গাজীপুর সিটি করপোরেশন এলাকার সুপরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের লক্ষ্য নিয়ে বছর দুই আগে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) এর যাত্রা শুরু হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এ সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে।
শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগরের মানুষের সুবিধার কথা চিন্তা করে সরকার গাউক গঠন করে।
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে ২০২০ সালে ৮ সেপ্টেম্বর ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.