সুখবর জানালেন অভিনেত্রী স্বরা ভাস্বর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে এসুখবর জানান অভিনেত্রী নিজেই।
পোস্ট করা সেই ছবিতে দেখা গেছে, গোলাপী গাউনে স্বরা, খয়েরি শার্টে ফাহাদ, নদীর ধারে বসে রয়েছেন দুজনে। সেখানে স্বরা আলিঙ্গনবদ্ধ, হাওয়ায় উড়ছে ফাহাদের চুল।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মালয়ালম অভিনেতার মৃত্যু
ক্যাপশনে লেখেন, কিছু সময় আমাদের সব প্রার্থনার উত্তর যেন একটাই হয়। ভাগ্যবান, উত্তেজিত, এক নতুন পৃথিবীতে পা দিতে চলেছি আমরা। সঙ্গে অভিনেত্রী হ্যাশট্যাগ জুড়ে দেন ফ্যামিলি, নতুন সদস্য, অক্টোবর বেবি।
অভিনেত্রী স্বরা মা হচ্ছেন এ খবরে প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন তার তার অনুরাগী ও সতীর্থরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.