প্রিয়াঙ্কার নায়ক জুনিয়র এনটিআর!

বলিউডে একসময় রাজ করেছেন দাপটের সঙ্গে। এখন হলিউডে প্রথম সারির তারকাদের তালিকায় নাম তার। ইতোমধ্যেই কাজ করে ফেলেছেন কিয়ানু রীভস, ডোয়েন ‘দ্য রক’ জনসন, রিচার্ড ম্যাডেনের মতো তাবড় তারকাদের সঙ্গে। ইদ্রিস এলবার সঙ্গে একটি সিরিজে দেখা যেতে চলেছে তাকে।

Islami Bank

নিজের পরবর্তী ছবির জন্য নতুন নায়ক খুঁজছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বিশ্ববন্দিত ছবি ‘আরআরআর’-এর সূত্রেই মিলল সেই নায়কের সন্ধান। ভারতীয় গণমাধ্যমের খবর, নিজের পরের ছবিতে এনটিআর জুনিয়রের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

আরও পড়ুন>> রাজধানীতে স্বস্তির বৃষ্টি

one pherma

‘কেজিএফ’ খ্যাত দক্ষিণি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে একটি অ্যাকশন-থ্রিলার ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এনটিআর জুনিয়র। ওই ছবিতে তার বিপরীতে কোন তারকা কাজ করবেন, তা নিয়ে এতদিন ধরে চলছিল জল্পনা। দীপিকা পাড়ুকোন, ম্রুণাল ঠাকুরের মতো নায়িকাদের নাম নিয়ে আলোচনা হলেও এখন খবর, প্রিয়াঙ্কা চোপড়াকে এই চরিত্রে চূড়ান্ত করেছেন ছবির নির্মাতারা। যদিও এখন পর্যন্ত সেবিষয়ে মুখ খোলেননি ছবির প্রযোজক, পরিচালক বা প্রিয়াঙ্কা নিজেও। খবর, ভারত-পাকিস্তানের সম্পর্কের পটভূমিতে তৈরি হতে চলেছে এই ছবি। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটি।

মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’-এ একজন গুপ্তচরের চরিত্রে কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সিরিজের অ্যাকশন দৃশ্যে তার অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক ও সমালোচকরা। এর বিশ্বজো়ড়া সাফল্যের পর আসতে চলেছে সিরিজের দ্বিতীয় সিজন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us