পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

Islami Bank

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৮ ও ২১৯২ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৮১ টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৭৮২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

আরও পড়ুন>>  লোডশেডিং: পানি কম ব্যবহার করতে ওয়াসা এমডির পরামর্শ

এদিন ডিএসইতে ৩৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ৯৭টির এবং ১৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

one pherma

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— মেঘনা লাইফ, ইন্ট্রাকো রিফুয়েলিং, ফারইস্ট লাইফ, নাভানা ফার্মা, আরডি ফুড, রূপালি লাইফ, পপুলার লাইফ, চার্টার্ড লাইফ, প্রগতি লাইফ ও ডেল্টা লাইফ।

অন্যদিকে বৃহস্পতিবার অপর শেয়ারবাজার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৬২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭ লাখ টাকার।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us