ভোলায় দুই হাজার বৃক্ষরোপণ করবে কোস্টগার্ড

ভোলায় ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।  কর্মসূচি বাস্তবায়নের জন্য মাসব্যাপী বিভিন্ন স্টেশন, আউটপোস্ট ও উপকূলীয় স্থাপনা ও এলাকায় বিভিন্ন ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার (৮ জুন) কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে দুই হাজার বৃক্ষরোপণ শুরু হয়।

আরও পড়ুন: নিরপেক্ষ সরকারের শর্তে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না: কাদের

কোস্টগার্ড দক্ষিণের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক জানান, উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us