জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪

জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহতরা হলেন- মো. সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), অটোরিকশা চালক জয়নাল (৪২) ও সাহেদ আলী নামের একজন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

one pherma

স্থানীয়দের বরাতে ওসি বলেন, দুপুরে ময়মনসিংহগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চালকসহ চারজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক জয়নালসহ আরও দুজন মারা যায়।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us