‘সুড়ঙ্গ’র নতুন চমক নুসরাত ফারিয়া

আসন্ন ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এসময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি।

Islami Bank

আর নির্মাতা এ সিনেমায় আরফান নিশোর পর নতুন চমক হিসেবে রেখেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ সিনেমায় তিনি ধরা দেবেন একটি আইটেম সংয়ে। গানটির শিরোনাম ‘কলিজা আর জান’।

আরও পড়ুন: ফের অন্তঃসত্ত্বা, কটাক্ষের শিকার অর্জুনের প্রেমিকা

one pherma

রাসেল মাহমুদের কথা আর আরাফাত মহসীন নিধির সুর-সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। আইটেম এ গানটিতে লিপসিংয়ের পাশাপাশি রূপ, লাবণ্য আর নাচের কারিশমা দেখাবেন ফারিয়া। শুধু তাই নয়, ফারিয়ার সঙ্গে নাচতে দেখা যাবে আফরান নিশোকেও।

জানা গেছে, এরমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমাটির যাবতীয় কাজ। সব ঠিক থাকলে ১০ জুন সিনেমাটির আইটেম সং এর টিজার প্রকাশ করা হবে।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us