বরিশালে অধিক ঝুঁ‌কিপূর্ণ কেন্দ্র ১০৬টি

সিটি নির্বাচন

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার মিডিয়া সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন ও ২০ কেন্দ্র সাধারণ হিসেবে ধরা হয়েছে।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস করতে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি: কাদের

তিনি আরও জানান, সাধারন কেন্দ্র গুলোতে ২২ থেকে ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকে। তবে অধিক ঝুঁকিপূর্ন কেন্দ্রগুলোর নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন থাকবে। এর মধ্যে ১২/১৪ জন থাকবে পুলিশ সদস্য বাকি সদস্যরা র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর। পাশাপাশি সকল কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us