আর্চারিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: লম্বা সময় ধরেই আর্চারি থেকে কোনো পদকের দেখা মিলছিল না বাংলাদেশের। অবশেষে মো. সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহার হাত ধরে কাটল সেই খরা। ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন এই তিন আর্চার।

প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে ৫-৪ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক বাগিয়ে নেয় বাংলাদেশ। এই ইভেন্টে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে চীন।

আরও পড়ুন>>মায়ের কবরের পাশে সমাহিত হলেন সিরাজুল আলম খান

প্রথমে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি ড্র হয় ৪-৪ সেটে। টাইব্রেকে দুই দলের তিন আর্চার একবার করে তীর ছুড়েন। সেখানে বাংলাদেশের স্কোর হয় ২৯ এবং অস্ট্রেলিয়ার স্কোর হয় ২৭। আর তাতেই ৫-৪ সেটে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় বাংলাদেশের।

ফর্মহীনতায় থাকা দিয়া সিদ্দিকী এই আসরের মধ্য দিয়ে আর্চারিতে ফিরলেও আশানুরূপ কিছু করতে পারেননি। অন্যদিকে বাংলাদেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারেননি এই আসরে। গত বছর তার নিষেধাজ্ঞার পরই এক প্রকারে মুখ থুবড়ে পড়েছিল দেশের আর্চারি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us