যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর মাত্র দুই দিনের ব্যবধানে আরও দুজন সদস্য পদত্যাগ করেছেন। এতে চাপের মুখে পড়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
এখন নির্ধারিত সময়ের মধ্যে এই তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে তাকে।
শুক্রবার (৯ জুন) হাউজ অব কমন্স থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক নেতা বরিস জনসন। জনসনের বিরুদ্ধে অভিযোগ ছিল, লকডাউনে পার্টি করেও হাউজ অব কমন্সের সঙ্গে মিথ্যাচার করেছেন তিনি। তবে এ কমিটি রায় দেওয়ার আগেই সরে গেছেন তিনি।
আরও পড়ুন: ইভিএমে কোনো ভূত-প্রেত নেই: সিইসি
বরিস জনসনের পর এবার শনিবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাদিন ডরিস এবং নাইজেল এডামস। তারা সবাই কনজারভেটিভ পার্টির সদস্য।
এ তিনজনের পর যদি আরও এমপি পদত্যাগ করেন তাহলে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ আরও বাড়তে থাকবে। এরই মধ্যে বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ডেইসি কপার ও ইডি ডেভি নতুন সাধারণ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, দ্য গার্ডিয়ান
ইবাংলা/জেএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.