একদিকে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, অন্যদিকে ট্রেবলজয়ী আর্লিং হলান্ড। কে এগিয়ে ব্যালন ডি’অরের দৌড়ে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। নাকি এ দুজনের বাইরে অন্য কেউ জিতে নেবে এ পুরস্কার? চলুন উত্তরটা খুঁজে পাই কিনা!
শনিবার (১০ জুন) রাতে তুরস্কের ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে দলটি পূর্ণ করে ট্রেবল জয়। এতে নাম ওঠে আসে নরওয়েজিয়ান তারকা হলান্ডের।
আরও পড়ুন>> কমলো সয়াবিন তেলের দাম
২০২২-২৩ মৌসুমে হলান্ড করেছেন ৫৩ গোল। এটিই সর্বোচ্চ গোল। প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচ খেলে তরুণ এ খেলোয়াড় গোল করেছেন ৩৬টি, যা ইপিএলের ইতিহাসেও এক মৌসুমে সর্বোচ্চ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ১২ গোল রয়েছে হলান্ডের। তাতে ব্যালন ডি’অরের জন্য তার নাম জোরেশোরে শোনা যাচ্ছে।
তবে পিছিয়ে নেই বিশ্বকাপ জেতা মেসিও। হলান্ডের মতো এত রেকর্ড না থাকলেও এক বিশ্বকাপ মেসিকে সেরাদের আসনে বসিয়েছে। সে হিসেবে তার হাতেও উঠতে পারে ফুটবলের আকর্ষণীয় এ পুরস্কার। চলতি মৌসুমে সব মিলিয়ে মেসির গোল ৩৮টি।
এছাড়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের কথাও ওঠে এসেছে আলোচনার টেবিলে। হলান্ডের সমান গোল এমবাপ্পের দখলে থাকলেও তার ঝুঁড়িতে নেই ট্রেবল। তাতে হলান্ড কিংবা মেসি থেকে কিছুটা পিছিয়ে থাকবেন কাতার বিশ্বকাপে হ্যাটট্রিক করা এ তারকা। এর বাইরে ভিনিসিউস জুনিয়র ও কেভিন ডি ব্রুইনারের নাম আসলেও তারা হয়তো কিছুটা পিছিয়েই থাকবেন।
সবমিলিয়ে যদি বিশ্বকাপের বিষয়টি বিবেচনা করা হয়, তাহলে ব্যালন ডি’অর দেখা যেতে পারে মেসির হাতে। আর ক্লাব পারফরমেন্স ও গোলের পরিসংখ্যান দেখা হলে এগিয়ে থাকবেন হলান্ড। তবে আর্জেন্টাইন ভক্তরা মনে করছেন, অষ্টমবারের মতো এবারের এ পুরস্কার উঠবে মেসির হাতেই!
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.