ফরিদপুরে খড় বোঝাই ট্রলিতে গাঁজা, আটক ২

ফরিদপুরের বোয়ালমারীতে খড় বোঝাই ট্রলি থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা।

Islami Bank

শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতৈর বাজার থেকে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলার জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

আটকরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫) ও ডামুদাহ থানার বুইছিতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২৮)।

one pherma

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতৈর বাজার এলাকায় খড় বোঝাই ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলারে তল্লাশি চালানো হয়। এসময় খড়ের ভেতরে থেকে ১৮ কেজি গাঁজা জব্দসহ ওই দুজনকে আটক করা হয়।

আটক দুই মাদক কারবারি যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে মাদক কেনাবেচা করতেন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করছিল। জব্দ আলামতসহ আটকদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us