জয় দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু

জয় দিয়েই ইমার্জিং এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার মিশন রোড গ্রাউন্ডে সোমবার (১২ জুন) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। আর এতেই আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়া ইমার্জিং নারী দলকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা।

Islami Bank

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫২ রানে ৪ উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর দলের হাল ধরেন মুর্শিদা। প্রথমে স্বর্ণা আক্তারের সাথে ৩৬ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও ফের দ্রুত ২ উইকেট হারান টাইগ্রিসরা। ১৪ বলে ২০ রানে ফেরেন স্বর্ণা আর ৩ রান করে ফেরেন নাহিদা। ১৪.২ ওভারে ৬ উইকেটে আসে ৯১ রান।

আরও পড়ুন>> দুই সিটিতে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

পরে রাবেয়া খানের সাথে ৫৭ রানের জুটি গড়ে দলকে মধ্যমানের সংগ্রহ এনে দেন মুর্শিদা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। মুর্শিদা ৪৪ বলে ৫৭ আর রাবেয়া অপরাজিত থাকেন ১৪ বলে ১৫ রানে। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মাহিরা, এলিসা ও নুর দানিয়া।

one pherma

বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়ার নারীরা। স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই বাংলাদেশে নারীদের বোলিং তোপে ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মাস এলিসার দল।

টাইগ্রেসদের বোলিং তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষে পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন রাবেয়া খান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us