ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৬

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ক্রিভি রিহ-তে রুশ মিশাইল হামলায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। অঞ্চলটির মেয়র এ তথ্য নিশ্চিত করছে। খবর আল-জাজিরা।

Islami Bank

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওলেক্সান্ডার ভিলকুল বলেন, ‘দুর্ভাগ্যবশত, ইতিমধ্যে ছয়জন মারা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে এই হামলায় অনন্ত তিনজন নিহত হয়েছে বলে জানায় দেশটির আঞ্চলিক।

আরও পড়ুন>> টিসিবির কার্ডে ৫ কেজি চাল যুক্ত হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

one pherma

ক্রিভি রিহ-এর আঞ্চলিক গভর্নর রাশিয়ার হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সের্হি লিসাক জানান, একটি পাঁচ তলা বিল্ডিং এখনো আগুনে আচ্ছন্ন এবং ধ্বংসস্তূপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলা এটি। যা দেশটির প্রেসেডেন্ট ভলোদিমির জেলেনেস্কির নিজ শহরের ওপর চালানো হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১৫ তম মাস চলছে। তবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ানদের প্রতিহত করার জন্য পশ্চিমা সরবরাহকৃত ফায়ারপাওয়ার ব্যবহার করে পাল্টা আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে বলে দাবি করছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us