ভোজ্যতেলের দাম আরও কমানো হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে দাম কমায় এই মাসে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমাতে পেরেছি। যদি এর মধ্যে আরও কমে তবে তার সঙ্গে সমন্বয়ে রেখে আমরা দাম কমাবো।

Islami Bank

মঙ্গলবার (১৩ জুন) তেজগাঁওয়ের কলোনি বাজারে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিত্যপণ্যের দাম বৈশ্বিক পরিস্থিতির কারণে ঊর্ধ্বমুখী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, যতোদিন পর্যন্ত বাজার মূল্য স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত এটি চালিয়ে যাব।

আরও পড়ুন>> দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর: বিবিএস

one pherma

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ঈদের আগেই এক মাসের টিসিবি পণ্য হাতে তুলে দিতে পারবো। আমরা আশা করছি আগামী মাস থেকে এর সঙ্গে পাঁচ কেজি চালও যুক্ত হবে।

টিপু মুনশি বলেন, একজন কার্ডধারী ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ (সফি), নবী হোসেন জেনারেল স্টোরের স্বত্বাধিকারী নবী হোসেন প্রমুখ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us