শুরুতেই ফিরলেন ওপেনার জাকির হাসান

আজ ১৪ জুন বুধবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল দশটায়। ২০১৯ সালের পর এই প্রথম সফরকারীদের সাথে সাদা পোশাকের খেলায় মুখোমুখী হচ্ছে টাইগাররা। চার বছর আগে সেই টেস্টে আফগানদের কাছে পরাজিত হয়েছিল শান্ত-মিরাজরা। আজকের ম্যাচে টসে জিতে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নামে লিটন দাসের দল।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। আর আফগানিস্তানের হয়ে বোলিং ইনিংসের সূচনা করেন ইয়ামিন আহমদজাই। জয়ের এক চারে প্রথম ওভারেই ছয় রান তুলেন দুই টাইগার ওপেনার।

আরও পড়ুন>> ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই আফগান বোলার নিজাত মাসুদ এর বলে কট বিহাইন্ড হয়ে আউট হন ওপেনার জাকির। দুই বলে এক রান করেই ফিরে যেতে হয় তাকে। জাকিরের বিদায়ে তিন নম্বরে ব্যাটিং এ নেমেছে নাজমুল হোসেন শান্ত।

আফগানদের বিপক্ষে এ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। টাইগারদের সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে আছেন। এদিকে কোমরের ইনজুরিতে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবালও। গতকাল এক বিবৃতিতে টাইগারদের ওয়ানডে অধিনায়কের না খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

সফরকারী আফগানদের দলে নেই তাদের তারকা অলরাউন্ডার রশিদ খান। তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। এছাড়াও আইপিএলে আল ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা এ সিরিজে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us