শাকিব নন, ইধিকার প্রথম নায়ক সোহম!

দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে নতুন মুখ চাইছিলেন ভক্তরা। তাদের এই দাবি পূরণ করতেই ‘প্রিয়তমা’ ছবিতে কলকাতা থেকে উড়িয়ে আনা হয় ইধিকা পালকে। সেসময় শোনা গিয়েছিল, শাকিবের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কলকাতার সিরিয়ালের এই অভিনেত্রীর।

Islami Bank

কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম বলছে অন্য কথা। ‘প্রিয়তমা’ইধিকার প্রথম ছবি না। এর আগে কলকাতায় একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

শোনা যাচ্ছে, অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ছবিতেই তার প্রথম অভিনয়। বড় পর্দায় তার প্রথম নায়কও নাকি সোহম। যদি এই ছবির কথা এখনও প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে নায়ক-নায়িকার কেউ কোনও কথা বলতে রাজি নন।

আরও পড়ুন>> সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, শিশুসহ নিহত বেড়ে ৪

one pherma

ইধিকার এখন সম্পূর্ণ মনোযোগ ‘প্রিয়তমা’য়। এর আগে এ ছবিতে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেছিলেন, ‘আমার চরিত্রে দুটি স্তর আছে। একটি মানুষের জীবন অনেক সময়েই বাঁকবদল করে। তখন সেই মানুষটিও বদলে যায়। হয়তো সে খুব প্রাণচঞ্চল ছিল। ঘটনার ঘাত-প্রতিঘাতে সে তখন বরফ শীতল।’

জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।

কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us