৭৩ হাজার শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বান্দরবানে ৮৩১টি কেন্দ্রে ৭৩ হাজার৩৬৫ জন শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল

বান্দরবান প্রতিনিধি:জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বান্দরবানে ৮৩১টি কেন্দ্রে ৭৩ হাজার৩৬৫ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল

Islami Bank

সার্জন ডাক্তার নীহার রঞ্জন নন্দী।বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় এ উপলক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেছেন, আগামী ১৮ জুন এক দিন ৬ হতে ১২ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের

আরও পড়ৃুন…শিশুদের ইন্টারনেট আসক্তি দূর করার উপায়

ভিটামিন ‘এ’ক্যাপসুওয়ানো হবে।‘এ’ প্লাস ক্যাম্পেইন বান্তবায়নের জন্য মাঠকর্মী, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, এফডাব্লিউএ সহ ১১১৭ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসকারীদের মধ্যে ভোজ্য তেলের ব্যবহার খুবই কম। ফলে পুষ্টি গুন সমৃদ্ধ শাক সবজি সহজে হজম হয় না। এতে তাদের শরীরে রোগ প্রতিরোধ

one pherma

ক্ষমতা অনেকাংশে কম এবং চোখের দৃষ্টি সমস্যায় ভোগেন অনেকেই। তাই নিজ নিজ অবস্থান থেকে সকল শিশুকে ভিটামিন “এ ” ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে এবং খাদ্যাভ্যাসে ভোজ্য তেলে ব্যবহার পরিমান মত বাড়াতে সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত কর্মশালায় সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে ডেপুটি সিভিল সাজন ডাক্তার এম এম সালা উদ্দিন, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাচুই চিং মারমা, প্রেস ক্লাবের

আরও পড়ৃুন…বাধা দিলে মার্কিন ভীসানীতির আওতায় পড়ে যাবেন

সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ডাক্তার আলমগীর, এবং সাধারণ সম্পাদক মিনারুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কমরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us