ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ডলারের দাম

দেশের বাজারে ডলারের দাম বাড়তে বাড়তে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। সবশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ১০৯ টাকা। এর আগে কখনই এত দামে ডলারের লেনদেন হয়নি।

Islami Bank

বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, চলতি বছরের মে মাসে ১০৮ টাকা ৭৫ পয়সায় উঠেছিল ডলারের দাম।

আরও পড়ুন>> আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি: ফখরুল

one pherma

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ জুন) ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলারের লেনদেন করেছে ১০৮ টাকা ৩ পয়সা থেকে ১০৯ টাকায়। এক বছর আগে যা ছিল ৯২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১৪ দশমিক ৮৬ শতাংশ বা ১৬ টাকা ২০ পয়সা। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার দাম কমছে। কিন্তু এর বিপরীতে রপ্তানি আয় এবং রেমিট্যান্সে তেমন গতি নেই।

এদিকে বৃহস্পতিবার খোলা বাজারে প্রতি এক ডলার কিনতে গ্রাহক‌দের গুনতে হয়েছে ১১১ টাকা ৭০ পয়সা। আর বিক্রি করে পেয়েছেন ১১১ টাকা ৩০ পয়সা।

ইবাংলা/এসআরএস 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us