সিলেটে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় ফেরদৌস

ঢাকা-১৭ আসনে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নও সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্বাচনের টিকিট পাননি তিনি।

Islami Bank

তাই বলে দলীয় কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেননি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন ফেরদৌস।

আরও পড়ুন>> রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বুধবার (১৪ জুন) বিকেলে মহানগরীর তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় অংশ নেন ফেরদৌস।

one pherma

তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ জুন নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে।’

এ নায়ক আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি। নৌকা জয়ী হলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।’

নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগকালে লিফলেট বিতরণ করেন নায়ক ফেরদৌস। এ সময় তাকে দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us