সরকার সংঘাতের পায়তারা করছে: মির্জা আব্বাস

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংঘাতের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Islami Bank

শুক্রবার বিকালে লালবাগ আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সরকারের পদত্যাগসহ দাবিতে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জনগণ তাদের দাবি আদায়ের লক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অথচ সরকার কাউন্টার কর্মসূচির নামে সংঘাত সৃষ্টির পায়তারা করছে। এটা ভালো লক্ষণ নয়। জনগণকে ক্ষেপাবেন না। জনগণ একবার ওঠে দাঁড়ালে পালিয়েও পথ পাবেন না।

আরও পড়ুন>> কারো নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন থেমে থাকবে না: কাদের

পদযাত্রা পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। পদযাত্রা কর্মসূচিতে বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

one pherma

আব্বাস বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য অবাধ গ্রেপ্তার করা হচ্ছে। যতই তালবাহানা করেন, বাংলার মানুষ আর যেনতেন নির্বাচন মেনে নিবে না। আগের মত নির্বাচনের চেষ্টা করলে এর পরিনতি হবে ভয়াবহ।

সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ আজ ক্ষমতায় আছে কাল থাকবে না। তাই ভুল করবেন না। জনগণের পক্ষে থাকুন, জনগণই আপনাকে রক্ষা করবে, সম্মানিত করবে।

পদযাত্রাটি আজিমপুর মুসলিম এতিমখানা থেকে শুরু হয়ে উর্দুরোড, চকবাজার, আবুল হাসনাত রোড, নাজিম উদ্দিন রোড, বকশীবাজার হয়ে আরমানিটোলা গিয়ে শেষ হয়।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us