কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কুয়েতে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে দেশটির বয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Islami Bank

পরে সহকর্মীরা অ্যাম্বুলেন্স ফোন দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে যাবরিয়া মোবারক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>> সুদানে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭

one pherma

নিহতের দেশের বাড়ি নরসিংদী সদর থানা, আলোক বালি ইউনিয়নের সাতপাড়া গ্রামে। কুয়েতের ন্যাশনাল ক্লিনিং কোম্পানিতে ফোরম্যান হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের ভাতিজা সাইদুর সরকার জানান, সকালে ডিউটিরত অবস্থায় দ্রুতগামী একটি গাড়ি এসে ধাক্কা দিলে গুরুতর আহত হোন। প্রায় ৪ বছর আগেই কুয়েতে এই কোম্পানিতে আসেন। দেশ থেকে ছুটি শেষে আসছেন ৩ মাস হলো। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us