যুক্তরাষ্ট্রে বাড়িতে গুলি চালিয়ে চারজনকে হত্যা

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলির ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববারের এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Islami Bank

শোশোন কাউন্টি শেরিফের অফিস ফেসবুক পোস্টে বলেছে যে, কেলগ পুলিশ বিভাগ সেখানকার একটি বাসভবনে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানায়।

আরও পড়ুন>> পবিত্র ঈদুল আজহা ২৯ জুন

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, বন্দুকের গুলিতে মারা যাওয়া চারজনকে পুলিশ খুঁজে পেয়েছে।

one pherma

শোশোন নিউজ-প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, কোউর ডি’আলেনের প্রায় ৩৬ মাইল (৫৮ কিলোমিটার) পূর্বে শহরের মাউন্টেন ভিউ কংগ্রেগেশনাল চার্চের পিছনে বাসস্থানে এই গুলি চালানো হয়।

আইডাহো স্টেট পুলিশ জানিয়েছে যে, ৩১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একজন জানান, ওই স্থানে প্রতিবেশীদের মধ্যে বিরোধ চলছিল।

শোশোন কাউন্টি শেরিফের অফিস বলেছে, কেলগ পুলিশ বিভাগ এবং রাজ্য পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us