নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যাকারীদের বিচার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

আলমগীর মানিক,রাঙামাটি:সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যাকারীদের বিচার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

Islami Bank

সোমবার (১৯ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আরও পড়ুন…আইসক্রিমের বাংলা কী? জানেন না বেশিরভাগ মানুষ

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা মহান পেশা। দেশের, সমাজের, অসংগতি এবং মাদক কারবারি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লেখনী শক্তির মাধ্যমে তুলে ধরে সাংবাদিকরা তার পবিত্র কাজটি করেন।

এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মী সাংবাদিক নাদিম খুন হয়েছেন। বক্তারা এ সময় সাংবাদিক নাদিমসহ অতীতে যত সাংবাদিন খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু বিচার দাবি করেন।

one pherma

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলার প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সুশীল সমাজের প্রতিনিধি নুরুল আফসার, সুজন এর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, সাংবাদিক মঈন উদ্দীন বাপ্পী, উচিংছা রাখাইন কায়েস ও জিয়াউল হক প্রমুখ।

আরও পড়ুন…ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ৩২৩

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে তার বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে বখশিগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকায় তার গতি রোধ করে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগের নেতা মাহমুদুল আলম বাবু ও তার ক্যাডার বাহিনী নাদিমের ওপরে হামলা চালান।

পরে আহত অবস্থায় নাদিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৫ জুন দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us