ইবাংলা ডেস্ক: জীবনে একবার হলেও যে প্রশ্ন সবাই শুনেছেন, তা হলো ‘ডিম আগে না মুরগি আগে?’ পণ্ডিত থেকে শুরু করে স্কুলের পড়ুয়া সবাই ব্যর্থ হন এর উত্তর দিতে গিয়ে। সঠিক উত্তর কী তা আসলে অজানা বেশিরভাগ মানুষের।
সম্প্রতি বিজ্ঞানীরা এর একটি উত্তর খুঁজে পেয়েছেন। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, আধুনিক পাখি ও সরীসৃপের পূর্বসূরীরা সম্ভবত ডিম পাড়ত না। তাহলে তাদের বাচ্চা হত কী করে?
আরও পড়ুন>> দ্বীপে বাস করলেই কোটি টাকা দেবে যে দেশ
এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। জানা গেছে, তাদের বাচ্চা স্তন্যপায়ী প্রাণীদের মতোই স্বাভাবিক নিয়মে হতো। অর্থাৎ তখন ডিম পাড়া, ডিম ফুটে বাচ্চা হওয়ার কোনো সুযোগ ছিল না।
পাখি ও সরীসৃপের পূর্বসূরীদের সন্তান প্রসব সংক্রান্ত গবেষণাটি বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশন। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই অনুসন্ধানের খবর প্রকাশ করেছে ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য টাইমস।
নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে যৌথভাবে এই গবেষণা করেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ৫১ জীবাশ্ম প্রজাতি এবং ২৯ জীবন্ত প্রজাতিকে নিয়ে কাজ করেছেন তারা।
এর মধ্যে শক্ত বা নরম খোসার ডিম পাড়া প্রাণীও ছিল। আবার বাচ্চা প্রসব করে এমন প্রাণীও ছিল। এর থেকেই গবেষণার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছান বিজ্ঞানীরা। তাদের মতে, ডিম নয়, আগে আগমন ঘটেছে মুরগির।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.