সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন যখন ঘোষণা দেবে তখন ভোট হবে।

Islami Bank

বুধবার (২১ জুন) গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যখন ঘোষণা দেবে তখন ভোট হবে। জনগণ ভোট দিলে আমি আছি না দিলে নাই। এটাও তো আমি অনেকবার বলেছি। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি ২০২৬ সালের মধ্যে। ওই সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। এই যোগ্যতা যার আছে জনগণ তাকে বেছে নেবে। এটা জনগণের ইচ্ছা। আর কিছু লোক তো কথা বলবেই। তারা আন্দোলন করছে করুক। আমি জনগণের ক্ষমতায় বিশ্বাস করি।

আরও পড়ুন>> তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিএনপির সেমিনার বিকেলে

one pherma

তিনি বলেন, মানুষের জন্য কাজ করছি। পছন্দ হলে ভোট দেবে না হলে দেবে না। বিএনপি ভোট ডাকাতি করেছে। আমাদের সময়ে প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশন পর্যন্ত আইন করে গঠিত হয়েছে। তারা ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিলো। এখন সেই সুযোগ নেই। ছবিসহ ভোটার তালিকা। লোহার বাক্সে সিল মেরে ভোট বাক্স ভর্তি করার সুযোগ নেই। এখন স্বচ্ছ ভোটার বাক্স। দেশের মানুষের উন্নয়ন তাদের পছন্দ হচ্ছে না।

২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকার গঠন থেকে ৫০ বছরের ইতিহাসে একটি স্থিতিশীল গণতন্ত্র অব্যাহত আছে বলেই দেশ উন্নত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‘দল করেনি কখনো, এমন অনেকেই আওয়ামী লীগের প্রার্থী হতে চায়’-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী হতে অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে। কাকে প্রার্থী করা হবে কাকে করা হবে না দলের একটি লক্ষ্য থাকে। শত ফুল ফুটতে দেন। সবচেয়ে যে ফুল সুন্দর সেটি আমি বেছে নেবো।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us