চ্যাম্পিয়নশিপের সাফ ম্যাচসহ আজকের খেলা

ক্রীড়াঙ্গন ডেস্ক

ভারতের বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ (২১ জুন)। ক্রিকেটে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এছাড়া প্রো হকি লিগে মাঠে নামবে বেলজিয়াম।

Islami Bank

নিউজিল্যান্ড, গ্রেট ব্রিটেন ও স্পেন।চলুন জেনে নিই আজকের খেলার সূচি :ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বআয়ারল্যান্ড-স্কটল্যান্ডদুপুর ১টা, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১সাফ চ্যাম্পিয়নশিপকুয়েত-নেপালবিকেল ৪টা, টি স্পোর্টসভারত-পাকিস্তানরাত।

আরও পড়ুন…কোপা আমেরিকার ২০২৪ দিনক্ষণ চূড়ান্ত

one pherma

৮টা, টি স্পোর্টসপ্রো হকি লিগবেলজিয়াম-নিউজিল্যান্ডরাত ১০-১০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও ১গ্রেট ব্রিটেন-স্পেনরাত ১০-৪০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও ১ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সাফ চ্যাম্পিয়নশিপ টিভি আজকের খেলামন্তব্য করুনগ্রেট ব্রিটেন-স্পেনরাত ১০-৪০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও ১।

ইবাংলা/বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us