ভারত বিশ্বকাপে মিরাজের চোখ

ক্রীড়াঙ্গন ডেস্ক

২০১৯ বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ থাকলেও বাস্তবিকপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র তিন ম্যাচে জয় পাওয়ায় সে আসরে সেমি।

ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও বাস্তবে সেটি আর হয়নি। যার ফলে প্রথম রাউন্ডেই বাদ পড়তে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ বসতে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে।

আরও পড়ুন…সাফে বাংলাদেশের খেলাসহ আজ যা দেখবেন

যেহেতু উপমহাদেশে বিশ্বকাপ, তাই স্বভাবতই কন্ডিশনের সাপোর্ট কিছুটা হলেও ভালোভাবেই পাবে টাইগাররা। সেই সঙ্গে রয়েছে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে তৈরি দল। যে কারণে আসন্ন বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন থেকেই বোনা শুরু করে দিয়েছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘আমরা তো ডমিনেট করেই ক্রিকেট খেলছি সবসময় এবং আমরা যেভাবে টেস্ট জিতেছি, চেষ্টা করব ওয়ানডে সিরিজেও সেভাবে ডমিনেট করতে। সেই ডমিনেট করাটা যেন এখানেই শেষ না হয়, যেন চালিয়ে যেতে পারি। সামনে বিশ্বকাপ আছে।

আমরা বড় কোনো টুর্নামেন্টে ভালো কিছু করতে পারিনি। এবার আমাদের চান্স আছে। আমি বিশ্বাস করি, সামনে যে টুর্নামেন্ট আছে, আমরা অনেক ভালো করব ও ইনশাল্লাহ কাপ জিতব।

আরও পড়ুন…কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের পাশে টুকু

’২০১৯ বিশ্বকাপে অংশ নেয়া নতুন ক্রিকেটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সময়ের পরিক্রমায় এখন তারা বেশ পরিপক্ক। আর সেটিকেই বিশ্বকাপ জয়ের অন্যতম চালিকাশক্তি বলে মনে করছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

মিরাজ বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব, এটা নয়। আমাদের প্রস্তুতি সেই অনেক আগে থেকেই শুরু হয়েছে।

সেভাবেই আমরা পরিকল্পনা করছি, খেলছি। এর ভেতরই টেস্ট ম্যাচ ছিল (আফগানদের বিপক্ষে), শেষ করলাম। সামনে কোনো টেস্ট নেই, এখন ওয়ানডে নিয়ে চিন্তাভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নেই। সব মিলিয়ে যেভাবে প্র্যাকটিস করছি, ভালো করছি।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (এই দল আরও ভালো)। এই দলে কিন্তু অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। ২০১৯ সালে আমি অতটা অভিজ্ঞ ছিলাম না, আমার প্রথম বিশ্বকাপ ছিল। লিটন দা, আরও অনেকের প্রথম বিশ্বকাপ ছিল। এই বিশ্বকাপে সবাই অনেক অভিজ্ঞ।’

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us