বাড্ডায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের সদর উপজেলার কড়াইকাটা গ্রামের মংলা শেখের ছেলে মো. রবিউল ইসলাম (৩০) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সুমন (৩০)।

আরও পড়ুন>>  সিইসির পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

one pherma

এ ঘটনায় সাঈদ ও কামাল নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাচা ভেঙে পড়ে যাওয়ার পর আহত শ্রমিকদেরকে হাসপাতালে নিয়ে আসা শ্রমিক তাইজ উদ্দিন বলেন, সাঈদ ও কামালের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা শঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দু’টি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us