করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯৫ জন শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৬০৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৬৯
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ৯৮৯ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৫৮ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ সাত হাজার ৮৫৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.