মেয়ের বাবা হচ্ছেন নেইমার

এবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র মেয়ের বাবা হতে চলেছেন। তিন মাস আগেই প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির ওরসে তার সন্তান আগমনের সংবাদ আসে। এবার সেই সন্তান ছেলে না মেয়ে সেটি প্রকাশ্যে এসেছে।

Islami Bank

শনিবার ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি হাসপাতালে নেইমারের সন্তানের লিঙ্গ নির্নয়ের বিষয়টি জানান চিকিৎকরা।

এর আগে ছেলে সন্তানের বাবা হয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ছেলে ডেভি লুকার বয়স ইতোমধ্যে ১২ বছর হয়েছে। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস। তার সঙ্গে বিচ্ছেদের পর অবশ্য নেইমার একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন।

আরও পড়ুন>> ভেনেজুয়েলার জালে ৪ গোল আর্জেন্টিনার, ফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল

এর মধ্যে ২৯ বছর বয়সী ব্রুনার সঙ্গে ৩১ বছরের নেইমারের সম্পর্ক শুরু হয় ২০২১ সালে। এরপর গত ১৯ এপ্রিল ব্রুনা নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে সন্তানসম্ভবা হওয়ার খবর জানান। মেয়ে সন্তান আগমনের খবরটিও নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন ব্রুনা। এমন সুখবর পাওয়ার পর অবশ্য কেক কেটে উদযাপন করেছেন নেইমার-ব্রুনা।

one pherma

সেই পোস্টে ব্রুনা বিয়ানকার্দি লেখেন, ‌আমরা এই মুহূর্তের জন্য অধীর অপেক্ষায় ছিলাম। তবে তোমার সাক্ষাৎ পেতে আমরা আর অপেক্ষা করতে পারছি না, মেয়ে। তুমি আমাদের জন্য সবচেয়ে বড় উপহার।

ওই ভিডিওতে দেখা যায় সজ্জিত একটি মঞ্চে কেক কাটছেন নেইমার-ব্রুনা ও প্রথম সন্তান লুকা। এরপর সেই পোস্ট নেইমারও তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। ওই পোস্টে সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির সহধর্মীনি অ্যান্তোনেল্লা রোকুজ্জো তিনটি লাভ ইমোজি দিয়ে কমেন্ট করেন। পরবর্তীতে বিশেষ দিনটি ব্রাজিল তারকা কাটিয়েছেন বন্ধু ও বাস্কেটবল তারকা জিমি বাটলারের সঙ্গে। নেইমারের সঙ্গে ছবি সংযুক্ত একটি পোস্টে বাটলারও ‘গার্লস ফাদার’ বলে তাকে শুভেচ্ছা জানান।

সম্প্রতি নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের সম্পর্কের দাবি তোলেন। ঘটনাটি প্রকাশ্যে আসায় বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন নেইমার। যেখানে নিজের ভুল স্বীকার করে ব্রুনার সঙ্গেই থাকতে চান বলে তিনি উল্লেখ করেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us