পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে আয় ২ কোটি ১৮ লাখ টাকা

পদ্মা সেতু থেকে প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা আয় হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Islami Bank

রোববার (২৫ জুন) সেতু ভবনের সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধনের বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১৫ হাজার যানবাহন চলাচল করছে। এতে দেশের বৃহত্তম এই সেতুতে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা আয় হয়।

আরও পড়ুন>> ২০ দিন পর ফের উৎপাদনে পায়রা বিদ্যুৎকেন্দ্র

one pherma

তিনি বলেন, ২০২২ সালের ২৫ জুন থেকে শনিবার ২৪ জুন রাত ১২টা পর্যন্ত পদ্ম সেতু দিয়ে মোট ৫৬ লাখ ৭৫ হাজার যান চলাচল করেছে। এসব থেকে মোট আয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা। আজ বিকাল নাগাদ এটি ৮০০ কোটিতে উন্নীত হবে।

রাষ্ট্রপতি ছাড়া প্রত্যেক নাগরিকের টোল প্রদান বাধ্যতামূলক বলেও জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলনে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us