সংশোধিত আরপিও নিয়ে ইসির অবস্থান জানা যাবে রোববার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে নির্বাচন কমিশন (ইসি)। বিরোধীদলের সংসদ সদস্যদের বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

Islami Bank

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এনিয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।

আগামী রোববার (৯ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সিইসি।

নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আশাদুল হক একথা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> তামিমের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

উল্লেখ্য, মঙ্গলবার ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়। বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তি সত্ত্বেও এই বিল পাস হয়।

one pherma

যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন— নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

তবে অবশ্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, এই বিল পাসের মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে।

এর আগে বুধবার (৫ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরপিও সংশোধনী বিল পাসের বিষয়ে মন্তব্যের জন্য ‘অপেক্ষা’ করতে বলেছিলেন সিইসি।

পাস হওয়া বিলের বিষয়ে জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়ালের বক্তব্য ছিল— যে বিলটা পাস হয়েছে, আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনো আইন পাস হয়নি। বিল পাস হয়েছে। বিল এবং আইন এক নয়। বিল যেটি পাস হয়েছে, রাষ্ট্রপতি যদি সম্মতি দেন, তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে। এর আগ পর্যন্ত আমি নিশ্চিত নই…।

তিনি বলেন, পরে আমি অবশ্যই কথা বলবো। বিস্তারিত ব্যাখ্যা করে বলবো আমাদের অবস্থানটা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us