গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর সদর, টঙ্গী ও কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শামীম হোসেন (৪৫), তরিকুল ইসলাম (১৯) ও শফিকুল ইসলাম (৪৫)।

Islami Bank

শনিবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ফকির মার্কেট এলাকায় অটোরিকশায় পিকআপের ধাক্কায় শামীম হোসেন মারা যান। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারপাচিল এলাকার ইদ্রিস সরকারের ছেলে। শামীম স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন>> দেশের ৬৫ ভাগ মানুষ কর্মক্ষম: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরদিকে, বেলা ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি রাজশাহী জেলার বাঘা থানার রাজার মোড় গ্রামের আজব খানের ছেলে। তরিকুল সালনা মন্ডল বাড়ি এলাকার একটি ফ্রিজের দোকানে মেকানিক মিস্ত্রি হিসাবে কাজ করতেন।

one pherma

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‘দুপুরে মির্জাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মনিপুর বাজারের দিকে যাচ্ছিলেন তরিকুল। ডগরী কালার্স ফ্যাক্টরি সামনে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলই তার মৃত্যু হয়।’

এদিকে, দুপুর পৌনে ২টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় শ্যামলী পরিবহনের একটি বাসের নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ময়মনসিংহ গফরগাঁও এলাকার রহিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘রাস্তা পারাপারের সময় বাসের নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালক জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us