রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

Islami Bank

রোববার (০৯ জুলাই) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>> রুপিতে বাণিজ্য শুরু ১১ জুলাই

এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৩৬৬ পিস ইয়াবা, ৮ কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৪০৮.৩ গ্রাম ৯৫ পুরিয়া হেরোইন ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

one pherma

ডিএমপি জানিয়েছে, শনিবার (০৮ জুলাই) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us