নেত্রকোণায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নেত্রকোণায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের। এসময় স্ত্রী, তিন সন্তান ও সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

Islami Bank

রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোণা সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- আবুল হাসেম (৪২) ও বনি আমিন (১২)। নিহত আবুল হাসেম সিরাজগঞ্জ জেলার শাহাবাজপুর উপজেলার কামাউড়া গ্রামের আমজাদ ফকিরের পুত্র।

আরও পড়ুন>> তেল কিনতে বড় ঋণ পাচ্ছে বাংলাদেশ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহবাজপুর উপজেলার কামারউড়া গ্রামের আমজাদ ফকিরের পুত্র আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪২) তার স্ত্রী ও ২ ছেলে ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজি যোগে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় খালু শ্বশুরের বাড়ীতে বেড়াতে যাচ্ছিলেন।

one pherma

সিএনজিটি বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারের সন্নিকটে পৌঁছালে নেত্রকোণা থেকে ঢাকাগামী শাহ সুলতান (মোহনগঞ্জ-ঢাকা। গাড়ি নং- ঢাকা মেট্রো-ব১২-১৩৩৮) পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছেলে বনি আমিন (১২) নিহত ও অন্যযাত্রীরা মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পিতা আবুল হাশেম ওরফে আলাউদ্দিন মারা যায়। আহত স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার(১৪), ছেলে আদম আলী (৮) ও ছোট মেয়ে ফাতেমা আক্তারকে (২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিএনজি চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে নাম রেজিষ্ট্রি না করেই পালিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুঘর্টনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us