পায়রায় এলো চতুর্থ কয়লাবাহী জাহাজ

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে এমভি ‘ওয়াই এম সামিট’ একটি মাদার ভ্যাসেল।

Islami Bank

রোববার (৯ জুলাই) বিকালে এ জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌছায়। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ।

আরও পড়ুন>> দেশে ফিরেছেন ৩৩ হাজার ৬২৭ জন হাজি

১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি ইনার এ্যাংকোরেজ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হচ্ছে। এর আগে গতকাল ইনারে বসে লাইটারের মাধ্যমে ৫ হাজার মেট্রিকটন কয়লা খালাস করা হয়।

one pherma

এটি নিয়ে মোট চার জাহাজে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি কয়লা এসেছে তাপবিদ্যুৎ কেন্দ্রে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, এটি শনিবার আউটারেজে এসে পৌছায়। পরে গতকাল সকালে বন্দরের পাইলট জাহাজটি ইনারে নিয়ে আসে। আজ জাহাজটি এখন জেটিতে নিয়ে আসা হচ্ছে। আজ আরও দুটি বিদেশি জাহাজ বন্দরের আউটারেজে এসে পৌঁছানোর কথা রয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us