জুয়ার বিজ্ঞাপনে নুসরাত, কটাক্ষের মুখে অভিনেত্রী

বিনোদন ডেস্ক: একটি ‘জুয়ার অ্যাপ’র বিজ্ঞাপন ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।

Islami Bank

নেটিজেনদের প্রশ্ন, বাংলায় যেভাবে ভোটে অশান্তি, হিংসার সৃষ্টি হয়েছে, এর মাঝে তরুণ প্রজন্মকে জুয়া খেলার প্ররোচনা জোগাচ্ছেন আপনি?

শনিবার ভোট অশান্তি নিয়ে যখন কলকতায় তোলপাড়, সেই সময়েই এই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেন নুসরাত। এরপরই ক্ষুব্ধ হয় সাধারণ মানুষ।

আরও পড়ুন>> শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে কোন ধর্মের অনুসারী?

কারো প্রশ্ন, পঞ্চায়েতে কতগুলো খুন হয়েছে দেখুন। আপনি তো সংসদ সদস্য, তার উপর সেলেব্রিটি। অন্তত মেরুদণ্ডটা শক্ত রাখুন। আপনাদের উসকানিতে এতগুলো লোক মরছে। রাতে ঘুম হয়?

one pherma

আবার কারো মন্তব্য, আপনি নাকি সংসদ সদস্য! লজ্জা লাগা দরকার। আপনি বিরক্তিকর একটা মানুষ। এসব না করে একবার খোঁজ নিয়ে দেখুন কতজন পঞ্চায়েত ভোটে খুন হয়েছে। আপনাকে দেখতে কেউ আগ্রহী নয়। আপনার কোনো সম্মান নিই।

আবার কিছু নেটাগরিকের মন্তব্য, সংসদ সদস্য হিসেবে জুয়া খেলার প্রচার করতে আপনার লজ্জা লাগে না?

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘জুয়ার’ বিজ্ঞাপনের সেই ভিডিওটি শেয়ার করার পর থেকেই এমন নানা মন্তব্য বিদ্ধ হচ্ছেন এই নায়িকা। যদিও এর পাল্টা জবাবে এখন পর্যন্ত কিছুই বলতে দেখা যায়নি নুসরাতকে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us