পিএসজি নেইমারকে নিয়ে দ্বিধায়

ক্রীড়াঙ্গন ডেস্ক

জনপ্রিয় একটি বাংলা গান ‘আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই’। গানটি শুনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাওয়ার কথা। ফরাসি জায়ান্ট।

Islami Bank

প্যারিস সেইন্ট জার্মেই কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে এই গানটা তাদের প্লে লিস্টে রাখতে পারেন। কেননা গানের লিরিক্সের মতোই অবস্থা হয়েছে তাদের। তাদের এই ‘দ্বিধা’ নেইমারকে নিয়ে।

আরও পড়ুন…দেশে ফিরলেন ৪৮ হাজার ৬৫৬ হাজি

ফরাসি জায়ান্টরা তাদের আক্রমণভাগ সাজিয়েছিল লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমারকে নিয়ে। দুই মৌসুম চলছে এভাবেই। সম্প্রতি মেসি বিদায় জানিয়েছেন পিএসজিকে।

বিদায়ের সম্ভাবনা আছে কিলিয়ান এমবাপেরও।যদি এমবাপেও বিদায় নেন তাহলে ‘হারাধনের তিনটি ছেলের রইলো বাকি এক’ হিসেবে কেবল থেকে যাবেন নেইমার।

ইনজুরিতে জর্জরিত নেইমারকে তারা রেখে দিবেন না ছেড়ে দিবেন সেটি নিয়েই দ্বিধায় আছে ক্লাবটি। যদিও চলতি মৌসুমের শুরুতে নেইমারকে বিক্রি করে দিতে চেয়েছিল পিএসজি।ক্লাবটির একপক্ষ চাচ্ছে নেইমারকে যে কোনো মূল্যেই হোক রেখে দিতে।

one pherma

আরও পড়ুন…রিয়াল মাদ্রিদ আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত

সেই পক্ষে রয়েছেন কোচ লুইস এনরিকেসহ পিএসজির একটি অংশ। অপর অংশ চাচ্ছে নেইমারকে ছেড়ে দিয়ে উদীয়মান কাউকে দলে ভেড়াতে।এমন দ্বিধার উৎপত্তি হয়েছে চেলসি নেইমারের দিকে হাত বাড়ানোয়।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নেইমারকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি। তারা নেইমারের জন্য প্রস্তাব প্রস্তুত করেছে।

ব্রাজিলিয়ান এই তারকা যদি ক্লাব ছাড়তে চান আর পিএসজি তাকে যদি যেতে দিতে চায় তাহলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জানাবে ক্লাবটি।যদিও এখনও দুই পক্ষের কারো থেকেই এ বিষয়ে কোন তথ্য এখন অবধি পাওয়া যায়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us