৮৪ হলে চলছে ‘প্রিয়তমা’

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে বলা যায় চালিয়েছে। ঈদের দুই সপ্তাহ পরও রয়ে গেছে সেই রেশ। এখনও দর্শক চাহিদার তুঙ্গে ছবিটি। ফলস্বরুপ ঈদের ১৫ দিনে ৮৪টি সিনেমা হলে চলছে এ ছবি। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ।

Islami Bank

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রিয়তমা’ সবসময়ই ব্লকবাস্টার। আজকেও ৮৪টি হলের বিকেলের সব শো হাউজফুল।

আরও পড়ুন>> মা হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা!

এছাড়া দেশের বাইরেও চলছে ছবিটি। সেখানেও হচ্ছে পাচ্ছে দর্শকের সমাদর। কয়েকদিন আগে ‘প্রিয়তমা’ দেখতে কানাডায় শাকিবের কয়েকজন ভক্ত গোটা একটি সিনেপ্লেক্স বুকিং দিয়েছিলেন।

one pherma

‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।

সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us