ভারতীয় মুদ্রা ব্যবহারে আপত্তি নেই শ্রীলঙ্কার

ভারতীয় মুদ্রা ব্যবহারে আপত্তি নেই বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতে তার প্রথম সরকারি সফরের কয়েক দিন আগে তিনি এ তথ্য দেন। শনিবার তিনি জানান, মার্কিন ডলারের মতো ভারতীয় রুপির ব্যবহার করতে চায় তার দেশ।

Islami Bank

রনিল বিক্রমাসিংহে শুধু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন না, তিনি দেশটির অর্থমন্ত্রীও বটে। ভারতীয় সিইও ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘‘ভবিষ্যতে অভিন্ন মুদ্রা হিসাবে ভারতীয় রুপির ব্যবহারের সম্ভাবনা আমরা খারিজ করে দিচ্ছি না।’’

আরও পড়ুন>> সরকারের পতন ঘটাতে দেনদরবার করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘‘ভারতীয় মুদ্রার অভিন্ন ব্যবহারের প্রসঙ্গে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।’’ তার এই মন্তব্য অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

one pherma

২০২২ সালে অর্থনৈতিক সঙ্কটের জেরে দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছিল। সেই পরিস্থিতিতে প্রবল গণবিক্ষোভের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই তথা সে দেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। সে সময় শ্রীলঙ্কাকে আর্থিক সঙ্কটের মোকাবিলার জন্য মোট ৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ হাজার রুপি) অর্থসাহায্য করেছিল ভারত।

যা নিয়ে প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বিক্রমসিঙ্ঘে ভারত এবং শ্রীলঙ্কার আড়াই হাজার বছরের সম্পর্কের কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আর্থিক মন্দার মোকাবিলায় অনেকটাই সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। এবার তাদের প্রধান লক্ষ্য ভারতের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনীতিকে মজবুত করা।

সূত্র : এনডিটিভি

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us